নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে চাকরি
বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচে (৪র্থ ব্যাচ) ৩ বছর প্রশিক্ষণ শেষে ‘সাব-লেফটেন্যান্ট’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: সাব-লেফটেন্যান্ট
শিক্ষাগত যোগ্যতা
* এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৫। ইংরেজি মাধ্যমে ‘ও-লেভেলে’ ন্যূনতম ৪টি বিষয়ে এ-গ্রেড ও ২টি বিষয়ে বি-গ্রেড এবং ‘এ-লেভেলে’ ন্যূনতম ২টি বিষয়ে বি-গ্রেড।
* সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা সেনাবাহিনী ও বিমানবাহিনীতে সমমানের যোগ্যতা।
* সরবরাহ শাখার ক্ষেত্রে ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৫ পেয়ে এসএসসি ও এইচএসসি। এ ছাড়া এইচএসসিতে হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ন্যূনতম জিপিএ ৪।
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
বয়স: ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৫ বছর।
অন্যান্য: শুধু অবিবাহিত বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন। তবে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: অফিসার ক্যাডেটরা সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদন ফি: ৭০০ টাকা
আবেদনের ঠিকানা: পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদফতর, নৌবাহিনী সদর দফতর, বনানী, ঢাকা-১২১৩।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০১৬
সূত্র: ইত্তেফাক, ১৭ জুন ২০১৬
এসইউ/আরআইপি