বেতন ৭ তারিখের মধ্যে পরিশোধ করা হোক
শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষকদের বেতন প্রতি মাসের ৭ তারিখে পাওয়ার কথা। কিন্তু কয়েক মাস ধরে এ সিদ্ধান্ত মানা হচ্ছে না। এপ্রিল মাসের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশের টাকার চেক ছাড় দেয়া হয় ৯ মে এবং তাতে বলা হয়, ১৬ মে ২০১৬ তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন।
কিন্তু বেশির ভাগ সোনালী ব্যাংক শাখা কর্তৃপক্ষ সরকারি এ নির্দেশ অমান্য করে সরকারের বেঁধে দেয়া সময়সীমার চার-পাঁচ দিন পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধ করে। অর্থাৎ ২০ তারিখের আগে বেতন উত্তোলন করা সম্ভব হয়নি। প্রায় মাসেই এমনটি হচ্ছে।
এমনিতেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি খুবই কম। তার পরও যদি সময়মতো পাওয়া না যায় তাহলে তাঁরা কিভাবে দুর্মূল্যের বাজারে জীবনযাপন করবেন? তাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করা হোক।
লেখক: কুমারখালী, কুষ্টিয়া।
এসইউ/এবিএস