ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

নিয়োগ পরীক্ষা হোক বিভাগীয় শহরে

প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৬ মে ২০১৬

সারা বছরই সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পরীক্ষার্থীকে রাজধানীতে যেতে হয়। বাংলাদেশ জন্মের শুরু থেকেই নিয়োগ পরীক্ষাগুলো (বিসিএস ব্যতীত) মূলত রাজধানীতেই হয়ে আসছে। মফস্বল থেকে বহু কষ্টে একজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে ঢাকায় যেতে হয়।

চাকরির যে স্বল্পতা তাতে একবার পরীক্ষা দিয়েই কেউ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। ফলে তাকে কয়েকবার বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বসতে হয়। নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে একজন বেকার শিক্ষার্থীকে বারবার নিয়োগ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো কত বড় বোঝা তা একমাত্র ভুক্তভোগীরাই জানে।

তাই শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বিনীত আবেদন, নিয়োগপ্রত্যাশীদের এই দুশ্চিন্তা থেকে দূরে রাখুন। অতিদ্রুত সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষাগুলো অন্তত বিভাগীয় শহরে নেয়ার ব্যবস্থা করুন।

আশাকরি, কর্তৃপক্ষ বিষয়টির প্রতি সদয় হবে।

লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

এসইউ/আরআইপি

আরও পড়ুন