ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

হাতেকলমে ফেসবুক মার্কেটিং

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

ডিজিটাল মার্কেটিং শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করলো লার্নিং মেট। ২৪ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কের বিপরীতে তাদের প্রথম অফলাইন ডিজিটাল ট্রেইনিং প্রোগ্রাম ‘হাতেকলমে ফেসবুক মার্কেটিং’র আনুষ্ঠানিক ক্লাস শুরু হয়।

ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন উদ্যোক্তা, ব্যবসায়ী এবং পেশাদার ডিজিটাল মার্কেটাররা। যার ৪০ শতাংশ ঢাকার বাইরে থেকে এসেছেন। এ ট্রেইনিং প্রোগ্রামের বিশেষত্ব হলো, শিক্ষার্থীদের হাতেকলমে ফেসবুক মার্কেটিং শেখানোর পাশাপাশি বাস্তব ক্যাম্পেইনে কাজ করার সুযোগ দেওয়া।

ট্রেইনিং শেষে টপ পারফর্মারকে পুরস্কার হিসেবে একটি আইপ্যাড দেওয়া হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। এ ছাড়াও যোগ্য শিক্ষার্থীদের জন্য জব প্লেসমেন্ট এবং পেইড ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে।

লার্নিং মেটের প্রতিষ্ঠাতা হলেন রাসেল এ কাউসার। তিনি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনে সুপরিচিত নাম। এ ছাড়া একজন বেস্টসেলার লেখক, সফল উদ্যোক্তা এবং অভিজ্ঞ প্রশিক্ষক। পাশাপাশি তিনি সরকারের ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ’ প্রোগ্রামের প্রশিক্ষক।

তিনি দেশের ট্রেইনিং প্ল্যাটফর্ম ওস্তাদে ১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। লার্নিং মেট নামক ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে ডিজিটাল মার্কেটিং শিখিয়েছেন। তাদের সিএসআর অ্যাক্টিভিটি হিসেবে মাদ্রাসাতু আহমাদের প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিনা মূল্যে অনলাইন ও অফলাইনে ফেসবুক মার্কেটিংয়ের কোর্স করিয়েছেন।

রাসেল এ কাউসার একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরও। তার দুটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে তিনি বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং কৌশল নিয়ে আলোচনা করেন এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক শিক্ষামূলক ভিডিও তৈরি করেন।

হাতেকলমে ফেসবুক মার্কেটিং সম্পর্কে রাসেল এ কাউসার বলেন, ‘এ উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা বৃদ্ধি এবং তাদের ক্যারিয়ার গঠনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।’

এসইউ/জেআইএম

আরও পড়ুন