ঠিক সময়ে অফিসে পৌঁছতে চাইলে
মাসের পনেরো দিনই যদি আপনার অফিসে আসতে দেরি হয়, তাহলে ধরে নেবেন ব্যর্থতা আপনারই। দু’একদিন বিশেষ কারণে দেরি হতে পারে। অফিসও সেটি বিবেচনা করবে। তবে এমন ঘটনা যদি বেশিরভাগ সময়ে ঘটে, তাহলে তো মুশকিল। কেননা সময়জ্ঞান আপনার খুবই দুর্বল। এমনকি দিনের পরিকল্পনায়ও আপনার অবহেলা স্পষ্ট।
প্রতিদিন সময়মতো অফিসে পৌঁছাতে পারাও কর্মীর সফলতা। ফলে সময়ের কাজ সময়ে করতে কিছু পরামর্শ মেনে চলা খুবই জরুরি—
১. প্রথমত অফিসের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে হবে। কেননা নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিতে হবে।
২. রাস্তায় যানজট থাকবেই। গাড়ি পেতেও বিড়ম্বনা হতে পারে। তাই হাতে সময় নিয়ে বের হবেন।
৩. প্রতি রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরের কাজ সেরে নিন। একটা ফ্রেশ ঘুমের জন্য চিন্তামুক্ত থাকাটা জরুরি।
আরও পড়ুন
৪. অফিসে যাওয়ার জন্য পূর্বপ্রস্তুতি নিয়ে রাখবেন। তা হলেই সকালে সব কাজ গুছিয়ে শেষ করা যাবে।
৫. রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে একটু তাড়াতাড়ি উঠবেন।
৬. ডায়েরিতে দৈনিক কাজের একটি তালিকা করে রাখবেন। তাহলে কাজে শৃঙ্খলা আসবে এবং সময় বাঁচবে।
৭. নিজের কর্মস্থলকে কখনোই অবহেলা করবেন না। কারণ এটিই আপনার রোজগারের একমাত্র অবলম্বন।
৮. প্রতিদিন সময়মতো কাজ শেষ করার অভ্যাস করতে হবে। আর ঠিক সময়ে অফিসে এলেই সময় নষ্ট হবে না।
এসইউ/এএসএম