ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

ঘড়ির কালেকশন নিয়ে উদ্যোক্তা মীমের পথচলা

বেনজির আবরার | প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২

আফরা রহিম মীম একজন সফল উদ্যোক্তা। ২৭ বছরের এই তরুণীর বাড়ি ঢাকাতেই। রাজধানীর ইডেন কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। দাম্পত্য জীবনেও স্বামী, এক ছেলে এবং এক মেয়ে নিয়ে সুখী তিনি।

আফরা রহিম মীম উদ্যোগের শুরুটা করেছিলেন ২০১৭ সালে। যদিও তার জীবনে পরিবারের আছে অনেক অবদান। তাই তো বললেন, ‘আমার পরিবারে আমরা দুই বোন আর বাবা-মা ছিলেন। যাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিলাম আমরা দুই বোন। আমার মা ২০২০ সালে এবং বাবা ২০২২ সালে পৃথিবী ছেড়ে চলে যান।’

তিনি তার উদ্যোগ সম্পর্কে বলেন, ‘২০১৭ সালের ৭ ডিসেম্বর আমার ব্যবসায় পথচলা শুরু। তখন ‘ক্ল্যাসিকাল কালেকশন বাই আফরা’ নামে একটি ফেসবুক পেজ চালু করি। প্রথম দিকে কিছুটা শখের বশে এবং সময় কাটানোর অভিপ্রায় নিয়ে শুরু করি। পরে সম্মানিত গ্রাহকদের সাড়া পেয়ে বিস্তৃত আকারে পরিণত হয়।’

তিনি বলেন, ‘শুরু থেকেই আমার বাবা, মা এবং স্বামী ব্যবসার সব ক্ষেত্রেই সহযোগিতা করেন। আমার পেজে প্রায় তিন লাখের কাছাকাছি ফলোয়ার। দেশ-বিদেশের ঘড়ির নানা ধরনের কালেকশন এবং বড় ব্র্যান্ডের চমৎকার কিছু ইউনিক ঘড়ি আমরা বিক্রি করি।’

মীম বলেন, ‘সবার ভালোবাসায় আমি মুগ্ধ। আমি ‘ক্ল্যাসিকাল কালেকশন বাই আরএস’ নামে আরেকটি পেজ ওপেন করেছি। মূলত নারীদের ঘড়ির আইটেম নিয়ে আমার কাজ করা। সবার ভালোবাসা পেলে সামনে নারীদের বিভিন্ন আইটেম নিয়ে কাজ করবো।’

এসইউ/এমএস

আরও পড়ুন