বিমান বাহিনীতে চাকরির সুযোগ
বাংলাদেশ বিমান বাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
বিভাগের নাম: অ্যাডমিন (পশু চিকিৎসক)
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞানে জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে কমপক্ষে এ গ্রেড। জিসিই ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫ বিষয়ে বি গ্রেড, জিসিই এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে বি গ্রেড।
বেতন: ১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন-ভাতা
শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ ৬৪ ইঞ্চি, নারী জিডিপি ৬৪ ইঞ্চি, অন্যান্য ৬২ ইঞ্চি
বুকের মাপ: পুরুষ ৩২ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি, নারী ২৮ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
দৃষ্টিশক্তি: ৬/৬, অন্যদের বিধি অনুসারে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৩০ বছর
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
কমিশন: বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৬ মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.joinairforce.baf.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১,০০০ টাকা
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২১
সূত্র: বিমান বাহিনীর বিজ্ঞপ্তি
এসইউ/এমএস