দক্ষতা উন্নয়নে রূপান্তর আইসিটি ল্যাবের যাত্রা শুরু
তরুণদের দক্ষ করে তুলে আগামীর প্রযুক্তি বিপ্লবের হাতিয়ার করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ‘রূপান্তর আইসিটি ল্যাব’। ল্যাবটি মাদারীপুর পৌরসভা, অ্যাক্ট ফাউন্ডেশন ও সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রা শুরু করেছে।
গত ৯ অক্টোবর মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে যাত্রা শুরু হলো রূপান্তর আইসিটি ল্যাবের। ল্যাবটি তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে।’
অ্যাক্ট ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ইসতিয়াক আহমেদ বলেন, ‘ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের আওতায় আমরা ল্যাবটি পরিচালনা করছি। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করব।’
সানাবিল ফাউন্ডেশনের প্রতিনিধি ডা. মো. চৌধুরী বলেন, ‘এ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সানাবিল ফাউন্ডেশন শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করতে চায়।’
বিশেষ অতিথি আজহারুল ইসলাম বলেন, ‘দক্ষ মানবসম্পদ উন্নয়নে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছি।’
সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহিদ বলেন, ‘উদ্যোগটি স্থানীয় তরুণদের শেখার জন্য একটি নতুন জানালা খুলে দিলো।’
প্রধান অতিথি হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সুদূর আমেরিকা থেকে একটি সংগঠন এবং স্থানীয় পর্যায়ের একটি সংগঠন যৌথভাবে এ রকম উদ্যোগ গ্রহণ করতে পরেছে, এটি ডিজিটাল বাংলাদেশ নির্মাণের একটি প্রতিচ্ছবিও বটে।’
উদ্যোক্তারা জানান, ল্যাবটি আপাতত দুটি কোর্স নিয়ে যাত্রা শুরু করেছে। পরে গ্রাফিক ডিজাইন, অটোক্যাট, ওয়েভ ডেভেলপমেন্ট বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে প্রাথমিকভাবে সপ্তাহে ২ দিন প্রশিক্ষণ চলবে। শিগগিরই নতুন কোর্স নিয়ে সপ্তাহে ৫ দিন প্রশিক্ষণ শুরু হবে।
এসইউ/জেআইএম