জেনারেল নলেজ অলিম্পিয়াডের প্রথম আসর অনুষ্ঠিত
‘জানতে হবে নিজেকে জানাতে হবে সবাইকে’— এই স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জেনারেল নলেজ অলিম্পিয়াড। সাধারণ জ্ঞানভিত্তিক ভিন্ন এক প্ল্যাটফর্ম জিকে নেটওয়ার্ক এই অলিম্পিয়াড আয়োজন করেছে।
‘দেশসেরা সবজান্তা’ খুঁজে পেতে বৃহস্পতিবার (১২ আগস্ট) অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে অনলাইনে অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২৪ ডিসেম্বর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় পর্ব অফলাইনে আয়োজন হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে দুই দফায় পরিবর্তন হয় জাতীয় পর্বের প্রতিযোগিতার সময়।
আঞ্চলিক পর্বে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে দশ হাজার শিক্ষার্থী। এদের মধ্য থেকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয় এক হাজার প্রতিযোগী। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, সিনিয়র—এই পাঁচ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সঙ্গে সাম্প্রতিক বিষয়ের সংমিশ্রণে প্রশ্ন করা হয়।
সাধারণ জ্ঞানের ভয় দূর করার লক্ষ্যে এবং নতুন কিছু জানার আগ্রহ তৈরি করতেই এই আয়োজন, এমনটাই জানান জিকে নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা গোলাম মোর্শেদ সীমান্ত। তিনি বলেন, সাধারণ জ্ঞান বিষয়টা নিয়ে অনেকেরই একটু অলসতা রয়েছে।
তাছাড়া ‘পড়ার বিষয়’ হিসেবে খুব বেশি গুরুত্ব না দেয়ায় সাধারণ জ্ঞানে ধুলোর স্তরও পুরু হতে থাকে। বিষয়টা নিয়ে ভয়ের জন্ম শৈশবে। ছোটবেলায় জাতীয় মাছ, পাখি, ফুল, ফল দিয়ে শুরু হওয়া সাধারণ জ্ঞানের চক্রের প্রয়োজনীয়তা থাকে। তবুও অনেকে একে আড়ালে রেখে দেয়।
অলিম্পিয়াড আয়োজনে সহযোগিতায় ছিল প্রভাতি কুরিয়ার, হুইসেল, দূরবীন, আয়োটা ইনফোটেক লিমিটেড, এবং ইত্তেফাক প্রজন্ম।
আগামী ১৯ আগস্ট জানা যাবে ‘দেশসেরা সবজান্তা’ কে হতে যাচ্ছে। এরপর জেনারেল নলেজ অলিম্পিয়াডের দ্বিতীয় আসরও অনুষ্ঠিত হবে অনলাইনে।
এমএমএফ/এমএস