বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন উদ্যোক্তারা
মহামারি করোনাকালে সবার আগে প্রয়োজন সুস্থ থাকা। আর তাই নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) ব্যবসার পাশাপাশি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও ভাবছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে উই-এর সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উই এর উপদেষ্টা জাহানুর কবির সাকিবসহ ঢাকার বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন সদস্য অংশ নেন।
সভায় উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, নারীরা যদি ঘরে এবং বাইরের কাজে সমানভাবে সফলতার সঙ্গে পরিচালনা করতে চাই; তবে সবার আগে প্রয়োজন সুস্থ থাকা। বিশেষ করে এই মহামারির সময় পরিবার-পরিজনদের পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্নশীল হতে হবে।
কোনো ধরনের অসুস্থতাকেই অবহেলা করা উচিত নয়। বরং দ্রুত সুচিকিৎসা নিতে হবে। উই সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এরই মধ্যে দেশের বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গেও চুক্তি হয়েছে। যেখানে উই উদ্যোক্তারা বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন বলে জানান তিনি।
এ সময় জাহানুর কবির সাকিব উই উদ্যোক্তাদের জন্য নেওয়া নতুন উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি বলেন, দেশে ও দেশের বাইরের বাইয়ারদের কাছে উই সদস্যদের পণ্য বিশেষ করে খাবার দেশি কাপড়সহ ঘর সাজানোর সামগ্রী বিক্রির জন্য চুক্তি হয়েছে।
করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলেই খুব দ্রুতই ইংল্যান্ড-আমেরিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উই-এর পণ্য যাবে। এ ছাড়াও উই এর উদ্যোগে একটি কমন অফিস স্পেস ও লাইব্রেরি করা হচ্ছে বলেও জানান তিনি।
যেখানে যেসব উদ্যোক্তাদের নিজস্ব অফিস সেটআপ নেই, তারা এটা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। উদ্যোক্তারা উই এর এসব উদ্যোগে উপকৃত হচ্ছেন বলেন জানান। তারা বলেন, উই এখন আর শুধু অনলাইন প্লাটর্ফম নয়, নারীদের এগিয়ে নেওয়ার জন্য এটি একটি প্রতিষ্ঠান।
জেএমএস/জেআইএম