করোনা আতঙ্কেও কর্মী নিয়োগের ঘোষণা ফেসবুকের
চারদিকে করোনা আতঙ্ক। বন্ধ রয়েছে যাবতীয় কর্মসংস্থান। সঙ্গে ছাটাই আতঙ্কে ভুগছেন কর্মকর্তারা। এমন পরিস্থিতিতেও বিশাল সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
চলতি বছর ১০ হাজার কর্মী নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।
তিনি বলেন, ‘পণ্য ও প্রকৌশল বিভাগের জন্য নিয়োগটি দেওয়া হবে। ২০২০ সালের শেষের দিকে ১০ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে বলে আশা করি।’
এমনকি করোনা পরিস্থিতিতেও কর্মী ছাটাই করা হবে না। এ প্রসঙ্গেও স্যান্ডবার্গ কথা বলেন। তিনি আশ্বস্ত করে বলেন, ‘সেই আশঙ্কা নেই। উল্টো আমরা নতুন নিয়োগের কথা ভাবছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ভাগ্যবান যে, নতুন করে বিশাল নিয়োগ দিতে পারব। এটা বলতে গেলে, আমাদের প্রয়োজনেই আমাদেরকে নতুন করে কর্মী নিয়োগের কথা ভাবতে হচ্ছে।’
এসইউ/এমএস