সহকর্মীর প্রেমে পড়লে কী করবেন?
কর্মস্থলে সহকর্মীর প্রেমে পড়ার প্রবণতা অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়। হোক সে বিবাহিত বা অবিবাহিত। তবে অবিবাহিত হলে বেশি ঝামেলা হওয়ার কথা নয়। কিন্তু বিবাহিত হলে তার কী করা উচিত? বিবাহিতদের ক্ষেত্রে এমন সম্পর্ক অনুচিত। মনোবিদরা তাই বাঁচার উপায় বাতলে দিচ্ছেন।
কারো কারো বিবাহিত জীবনে সন্তানও রয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক একেবারে খারাপও নয়। তবুও কোথাও যেন কিসের একটা ছন্দপতন। অফিস থেকে বাসায় ফিরতে দেরি হচ্ছে। রাতে একসঙ্গে শুতে যাওয়া হচ্ছে না। কিন্তু কারণটা খুব বেশি জটিল নয়। অফিসে তার কারো প্রতি ভালো লাগা তৈরি হয়েছে।
> আরও পড়ুন- দেশি কাপড়ে বিদেশি ছোঁয়া তানজিনার
যে কোন নারী-পুরুষই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শেষে অপরাধবোধে ভুগে ঘরে-বাইরে দু’টি সম্পর্ক নিয়েই দ্বিধায় থাকেন। তাই মনোবিজ্ঞানীরা কিছু পরামর্শ দিয়েছেন। আসুন জেনে নেই উপায়গুলো-
১. ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবতে হবে।
২. সম্পর্ক নয়, প্রিয়জনের সঙ্গে দূরত্বই আসল কথা।
৩. অপরাধবোধ ঝেড়ে ফেলাই ভালো।
৪. সব সম্পর্কের পরিণতি সম্পর্কে জানা জরুরি।
৫. স্বচ্ছতা না থাকলে জীবনকে বহন করা কঠিন।
> আরও পড়ুন- বন্ধুদের অনুপ্রেরণায় আজ তারা উদ্যোক্তা
৬. আপনার পরিবার সম্পর্কে ভালোবাসার মানুষকে জানান।
৭. দাম্পত্য ঘাটতিগুলো মিটিয়ে ফেলাই ভালো।
৮. পরিবারের জন্য সময় বের করুন, প্রয়োজনে ছুটি নিন।
৯. ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যেতে থাকুন।
এসইউ/পিআর