ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১০ মার্চ ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে বড় মানবসম্পদ দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ‘দ্য বিগেস্ট এইচআর মিট-২০১৯’।

গত ৮ মার্চ দেশের পাঁচটি কোম্পানির মানবসম্পদ ব্যবস্থাপকদের অংশগ্রহণে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফোকলোর বিভাগের শিক্ষক নিগার সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন জাককানইবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট অমিত হাসান রনি।

রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা নিট কম্পোজিট লিমিটেডের (এজিএম এইচআর) শেখ কামাল হোসেন, কনফিডেন্স গ্রুপের (ম্যানেজার-এইচআর) মো. হুমায়ুন রশিদ, বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির প্রেসিডেন্ট ও পারফেটটি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (অ্যাসোসিয়েট ম্যানেজার, এইচআর ও ওয়েলফেয়ার) রাশেদুল হাসনাত, জেনারেল সেক্রেটারি ও সিটি গ্রুপ লিমিটেডের (ম্যানেজার-এইচআর) মো. তাসবির রাজিব, জয়েন্ট সেক্রেটারি ও প্রাণ-আরএফএল গ্রুপের (এইচআর ম্যানেজার) কাইয়্যুম ইসলাম সোহেল।

career-in

সেমিনারে চাকরিপ্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনাসহ নিয়োগদাতার প্রত্যাশা পূরণে গোল সেটিং অ্যান্ড ক্যারিয়ার প্লানিং, আর্ট অব সেলিং ইওরসেলফ, এক্সপেকটেশন গ্যাপ, ইন্টারভিউ স্কিল, লিডারশিপ, অনলাইন নেটওয়ার্কিং ও সিভি রাইটিংয়ের ওপর আলোচনা করা হয়।

প্রথমবারের মতো আয়োজিত এইচআর মিটের উপস্থাপনায় ছিলেন ক্যারিয়ার ক্লাবের অফিসিয়াল অ্যাংকর আবু আনাস রিপন ও রাফিয়া ইসলাম ভাবনা।

সেমিনারের ক্যারিয়ার পার্টনার ছিল জাগোজবস ডটকম। 

এসইউ/পিআর

আরও পড়ুন