ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জ্যামিতিক ধারণা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৮

আগামী বছরের জানুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ থাকছে জ্যামিতিক ধারণা বিষয়ে প্রশ্নোত্তর–

১. প্রশ্ন: ২ সমকোণ থেকে বড় কিন্তু ৪ সমকোণ থেকে ছোট কোণ–
উত্তর: প্রবৃদ্ধ কোণ।

২. প্রশ্ন: স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
উত্তর: এক সমকোণ।

৩. প্রশ্ন: ২টি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ–
উত্তর: সরল কোণ।

৪. প্রশ্ন: যে সামন্তরিকের সব বাহু সমান কিন্তু কোণগুলো অসমান–
উত্তর: রম্বস।

৫. প্রশ্ন: বৃত্তস্থ সামন্তরিক একটি–
উত্তর: আয়তক্ষেত্র।

৬. প্রশ্ন: একটি সরলরেখার উপর অংকিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের–
উত্তর: চারগুণ।

৭. প্রশ্ন: কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে–
উত্তর: আন্তঃকেন্দ্র।

> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ভাষা আন্দোলন

৮. প্রশ্ন: কোন ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে–
উত্তর: ভরকেন্দ্র।

৯. প্রশ্ন: ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের–
উত্তর: পরিকেন্দ্র বলে।

১০. প্রশ্ন: ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে অন্তবিভক্ত করে–
উত্তর: ২:১ অনুপাতে।

১১. প্রশ্ন: অতিভুজের বিপরীতে থাকে–
উত্তর: সমকোণ।

১২. প্রশ্ন: ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি–
উত্তর: সমবাহু।

১৩. প্রশ্ন: ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির–
উত্তর: সমান হবে।

১৪. প্রশ্ন: ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর–
উত্তর: অর্ধেক।

> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় মুজিবনগর সরকার

১৫. প্রশ্ন: ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটির–
উত্তর: পূরক কোণ বলে।

১৬. প্রশ্ন: কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি– উত্তর: সমদ্বিবাহু।

১৭. প্রশ্ন: তিন কোণ দেওয়া থাকলে যে সব ত্রিভুজ আঁকা যায় তাদের বলে–
উত্তর: সদৃশ ত্রিভুজ।

১৮. প্রশ্ন: সুষম বাহুভুজের একটি অন্তঃকোণ ১৩৫° হলে বাহুর সংখ্যা–
উত্তর: ৮টি।

১৯. প্রশ্ন: একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণ ৪৫° হলে বাহুর সংখ্যা–
উত্তর: ৮টি।

২০. প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬টি হলে অন্তঃকোণগুলোর সমষ্টি–
উত্তর: ৮ সমকোণ।

এসইউ/এমএস

আরও পড়ুন