ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

হাতেকলমে স্ক্রিনপ্রিন্ট প্রশিক্ষণের সুযোগ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

এটি কোন লেকচার নির্ভর প্রশিক্ষণ নয়। কাজ করতে করতে কিংবা কাজ করে দেখানোর সময়েই চলবে সেই আলোচনা। যেন হাতেকলমে স্ক্রিনপ্রিন্টিং শিখে নিজে কাজ শুরু করার মতো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারেন। এইটুকু নিশ্চিত করাই এ প্রশিক্ষণ কর্মশালার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। তবে শুধু ১৫ জন এ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

আগামী ১২ ও ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। মীরপুরের শাহ আলী প্লাজার লিফটের ১১ এর ১২১১ রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের ফি জনপ্রতি ৪,৫০০ টাকা। আগ্রহীরা ০৭ অক্টোবরের মধ্যে https://goo.gl/qL2KMH এর মাধ্যমে ফরমটি পূরণ করে পাঠিয়ে দিতে পারেন। বিকাশ ট্রান্সাকশন আইডি ছাড়া কোন ফরম গ্রহণযোগ্য হবে না। কোন স্পট রেজিস্ট্রেশনের সুযোগ নেই।

কোর্সে যা শিখবেন:
১. স্ক্রিনপ্রিন্ট কি? স্ক্রিনপ্রিন্ট দিয়ে কী কী কাজ করা যায়?
২. স্ক্রিনপ্রিন্ট করতে কী ধরনের জিনিসপত্র প্রয়োজন এবং সেগুলোর দাম কেমন?
৩. স্ক্রিনপ্রিন্টের ডিজাইন তৈরি ও আউটপুট নেওয়া।
৪. ফ্রেম তৈরি।
৫. ডিজাইন এক্সপোজ।
৬. রং ও অন্যান্য কেমিক্যাল পরিচিতি, কোনটা কোন কাজে কতটুকু দিতে হবে।
৭. রং তৈরি (বিভিন্ন কাজের উপযোগী করে রং তৈরি)।
৮. প্রিন্ট মেজারমেন্ট নিয়ে আলোচনা।
৯. বিভিন্ন ম্যাটেরিয়ালে প্রিন্টিং করা।
১০. কিউরিং ও কিউসি।
১১. বিভিন্ন সমস্যা সমাধানের টেকনিক নিয়ে আলোচনা।
১২. প্রিন্টিং সেটআপ দিতে বা ব্যবসা শুরু করতে করণীয় পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা।

প্রশিক্ষক: কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন প্রায় ৯ বছরের বেশি সময় ধরে স্ক্রিনপ্রিন্টের সঙ্গে যুক্ত থাকা নুরুল হুদা বাবু। মূল প্রশিক্ষক ছাড়াও পুরো কর্মশালায় সার্বিক বিষয়ে সহযোগিতা করতে আরও ৩ জন ভলেন্টিয়ার উপস্থিত থাকবেন।

যারা অংশ নিতে পারবেন: ছাত্র-ছাত্রী, বেকার তরুণ-তরুণী, গৃহিনী, কর্মজীবী, বুটিক হাউস কিংবা টি-শার্ট উদ্যোক্তাসহ যে কেউ।

এসইউ/জেআইএম

আরও পড়ুন