প্রাথমিকে নিয়োগ পরীক্ষার জন্য বাংলার সমাধান : শেষ পর্ব
চলতি বছরের ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। ২০১৮ সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান তুলে ধরা হলো। আজ থাকছে শেষ পর্ব–
৬১. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে–
উত্তর: দ্বন্দ্ব।
৬২. জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি–
উত্তর: একাত্তরের দিনগুলি।
৬৩. কোনটি মধ্যযুগের রচনা–
উত্তর: মনসামঙ্গল।
৬৪. বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি–
উত্তর: লাল নীল দীপাবলি।
৬৫. ভাষা আন্দোলন ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে–
উত্তর: মুনীর চৌধুরী।
৬৬. ‘ঘর’ শব্দটির সমার্থক কোনটি–
উত্তর: সদন।
৬৭. প্রমিত চলিত রীতির বাক্য কোনটি–
উত্তর: খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : ইংরেজি
৬৮. শামসুর রাহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থটি হলো–
উত্তর: বন্দী শিবির থেকে।
৬৯. চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা–
উত্তর: সবুজপত্র।
৭০. ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’– মরমি গানটির রচয়িতা কে–
উত্তর: লালন শাহ।
৭১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক–
উত্তর: কৃষ্ণকুমারী।
৭২. সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি–
উত্তর: ভ্রমণকাহিনি।
৭৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের উপজীব্য হলো–
উত্তর: মুক্তিযুুদ্ধ।
৭৪. ‘কুল কাঠের আগুন’– এর সঠিক অর্থ কোনটি–
উত্তর: তীব্র জ্বালা।
> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গণিত
৭৫. নিচের কোন বানানটি সঠিক–
উত্তর: বিভীষিকা।
৭৬. জসীম উদদীনের ‘কবর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত–
উত্তর: রাখালী।
৭৭. ‘বকলম’ শব্দটি বাংলা ভাষায় এসেছে–
উত্তর: ফারসি ভাষা থেকে।
৭৮. ‘লাবণ্য’ কোন উপন্যাসের চরিত্র–
উত্তর: শেষের কবিতা।
৭৯. কোনটি সমরেশ মজুমদারের ছদ্মনাম–
উত্তর: কালকূট।
৮০. নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা–
উত্তর: সপ্তম।
এসইউ/পিআর