ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

ওয়াইপ্যাবের ব্র্যান্ড ভিত্তিক সেমিনার ‘ব্র্যান্ড ম্যানিয়া ২.০’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৮ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

রাজধানীর ধানমন্ডিতে এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন লিমিটেডে ব্র্যান্ড ম্যানিয়া শীর্ষক ভিন্নধারারা এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইয়াং প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়াইপ্যাব) গত শুক্রবার তিন ঘণ্টাব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন এবং অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করছেন এমন ব্যক্তিরা অংশ নেন।

কর্মশালা পরিচালনা করেন ওয়াইপ্যাবের প্রতিষ্ঠাতা তারিফ মোহাম্মদ খান।

তিনটি সেশনে বিভক্ত এ কর্মশালার প্রথম দুই সেশনে ব্র্যান্ড বিষয়ে সম্যক ধারণা প্রদান এবং হাতে কলমে ব্র্যান্ড তৈরির নানা দিক শেখানো হয়। এ ছাড়া শেষ সেশনে এশিয়াটিক ডিজিটালের সিনিয়র ম্যানেজার দিদারুল আলম খান ডিজিটাল ব্র্যান্ডিং বিষয়ে ধারণা দেন।

কর্মশালা সম্পর্কে এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন লিমিটেডের কর্মকর্তা রেহানা রেনু বলেন, ‘যারা ব্র্যান্ডিং জগতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, ব্র্যান্ড ম্যানিয়া সত্যি তাদের জন্য একটি ভাল উদ্যোগ’। সংবাদ বিজ্ঞপ্তি।

এমএমজেড/এনএফ/জেআইএম

আরও পড়ুন