ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় ছয় দশক ক্ষমতায় থাকা আসাদের বাথ পার্টি বিলুপ্ত, সংবিধান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

প্রায় দুই মাস পর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দল বাথ পার্টিকে বিলুপ্ত করা হয়েছে। বাশার ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ৬০ বছরের বেশি সময় ধরে দলটি সিরিয়ার ক্ষমতায় ছিল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে এই সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের নেতা আহমেদ আল-শারার নাম ঘোষিত হয়েছে। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে সিরিয়ার সংবিধান। এছাড়া দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) দামেস্কে অনুষ্ঠিত এক বৈঠকে আল শারাকে প্রেসিডেন্ট মনোনীত করার ঘোষণা আসে। গত বছরের ৮ ডিসেম্বর বাশারকে ক্ষমতাচ্যুত করতে আল শারার এইচটিএসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেসব সশস্ত্র গোষ্ঠী লড়াই করেছে, সেগুলোর কমান্ডারদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশটির নতুন সামরিক পরিচালনা খাতের মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আল শারাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়েছে। তাকে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনে ক্ষমতা দেওয়া হয়েছে। একটি নতুন সংবিধান গৃহীত হওয়ার আগপর্যন্ত আইন পরিষদ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেছেন, এটি একটি স্মরণীয় দিন। এর মধ্য দিয়ে দেশটির ভবিষ্যতের পথচলা আরও বেশি স্পষ্ট হবে। কারণ এত দিন পর্যন্ত নতুন প্রশাসন কেমন হবে, তা নিয়ে অস্পষ্টতা ছিল।

সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

এসএএইচ

বিজ্ঞাপন