ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সোনার চাহিদা কমেছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

ভারতে সোনার দাম বেড়েছে। এতে মূল্যছাড়েও ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা। যদিও এশিয়ার অন্যান্য বাজারে নতুন বছরের উৎসবকে কেন্দ্র করে সোনার চাহিদা বেড়েছে।

চলতি সপ্তাহে ভারতের ডিলাররা প্রতি আউন্সে ১৭ ডলার পর্যন্ত মূল্য ছাড় দিয়েছে, যা গত সপ্তাহে ছিল ১৪ ডলার।

আহমেদাবাদের একজন সোনা ব্যবসায়ী জানিয়েছেন, দাম বেশি থাকার কারণে ক্রেতারা সোনা কেনা থেকে বিরত রয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৩৬০ রুপি। তবে গত সপ্তাহে দাম কমে ৭৫ হাজার ৪৫৯ রুপিতে দাঁড়িয়ে ছিল।

মূলত ভারতের মুদ্রার মানে পতন ও বিশ্ব বাজারে সোনার দাম বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএসএম