ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৩৭৮ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালের প্রথম নয় দিনে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিদিনিই সেখানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালানা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়।

এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইয়েমেনের সঙ্গে উত্তেজনা থামেনি। কারণ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা।

অন্যদিকের হুথিদের লাগাম টেনে ধরতে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সূত্র: আল-জাজিরা

এমএসএম