ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী
লন্ডনে টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্য টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। অথচ তার নিজের বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ উঠেছে।

লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কিছু এলাকা নিয়ে নিজেদের নতুন দুটি কাউন্টি ঘোষণা করেছে চীন। এ ঘটনায় বেইজিংয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব
কোভিড-১৯ মহামারির পাঁচ বছর পর চীনে আবারও নতুন একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামের এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে। অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ফলে নতুন করে উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অবশেষে আশার আলো দেখাচ্ছে ক্যানসারের টিকা
ক্যানসারের চিকিৎসায় টিকা নিয়ে দীর্ঘদিনের গবেষণার পর অবশেষে আশাব্যঞ্জক ফলাফল পেতে শুরু করেছেন বিজ্ঞানীরা। বিশেষায়িত এই টিকা মূলত ইমিউন সিস্টেম বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়ে টিউমার চিহ্নিত করতে সহায়তা করে। এর পরীক্ষামূলক ব্যবহার নানা ধরনের ক্যানসারের বিরুদ্ধে ইতিবাচক ফলাফল দেখাচ্ছে।

ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের কাছে আরও অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন।

ইসরায়েলি ট্যাঙ্ক-হেলিকপ্টারে হামাসের হামলা
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চারটি মারকেভা ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এছাড়া জাবালিয়া এলাকায়ও হামলা চালানো হয়েছে।

ঘুসের মামলায় সাজা হবে ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কে ঘুসের মামলায় সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন একজন বিচারক। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এর দুই সপ্তাহের মধ্যেই তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

স্বাধীনতা দিবসে ৬ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার জান্তা
মিয়ানমারে স্বাধীনতার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ছয় হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। পাশাপাশি, অন্য বন্দিদের সাজা কমানোরও সিদ্ধান্ত হয়েছে।

আসছে সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক, ব্যবহার করা যাবে গাড়িতেও
জাপানের প্যানাসনিক হোল্ডিংস সম্প্রতি এমন এক ধরনের প্লাস্টিক উপকরণ উদ্ভাবন করেছে, যা সমুদ্রে জৈবভাবে ক্ষয়প্রাপ্ত হতে পারে। এটি এতটাই শক্ত যে, তা গাড়ির অভ্যন্তরীণ অংশ ও গৃহস্থালি সরঞ্জাম তৈরিতেও ব্যবহার করা যাবে। অনন্য এই উপকরণ আগামী দুই বছরের মধ্যে বাজারজাত করার পরিকল্পনা করছে জাপানি কোম্পানিটি।

জার্মানি/ উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন
জার্মানিতে নতুন বছর উদযাপনের সময় আতশবাজি দুর্ঘটনায় অনেকে আহত এবং অন্তত পাঁচজনের মৃত্যু হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দেশটিতে ব্যক্তি পর্যায়ে আতশবাজি পোড়ানো বন্ধের আহ্বান জানিয়ে আবেদন করেছেন ২৭ হাজারের বেশি মানুষ।

চীনে মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৮
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাঙজিয়াকো শহরে একটি বাজারে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। যদিও দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেএএ/জেআইএম