ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দেশে দেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০১ এএম, ০১ জানুয়ারি ২০২৫

২০২৪ সালকে বিদায় দিয়ে আতশবাজি, আলোর ঝলকানি এবং নানা ধরনের প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কোথায়, কিভাবে বর্ষবরণ হলো তা নিয়েই এই ছোট আয়োজন- 

jagonews24.comঘড়ির কাঁটায় ১২টা বাজার সাথে সাথেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এ সময় আইকনিক স্কাই টাওয়ারে ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শন করা হয়। ছবি: বিবিসি

jagonews24.comইন্দোনেশিয়ার বালিতে নৃত্যশিল্পীরা নাচের তালে তালে ২০২৫ সালের নতুন সূর্যকে বরণ করে নিয়েছে। এভাবেই নতুন বছরকে স্বাগত জানায় বালি। ছবি: এএফপি

jagonews24.comমধ্যরাতে সিডনির আকাশে আলোর ঝলকানি। নতুন বছরে সিডনির হারবার ব্রীজে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ছবি: এএফপি

jagonews24.comনতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে দুবাইয়ের বুর্জ খলিফা। ছবি: এএফপি

jagonews24.comমিশরে পিরামিডের চারপাশে আলোর ঝলকানি- চোখ ধাঁধানো আতশবাজি। ছবি: এএফপি

jagonews24.comজমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে হংকং। ছবি: এএফপি

নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বিশ্বজুড়ে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। 

টিটিএন