ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিরে দেখা ২০২৪

চিন্ময় থেকে রমেন রায়, বাংলাদেশ নিয়ে অপতথ্যের বন্যা ভারতীয় মিডিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে, সে সময়ে ১৮ জুলাই এ আন্দোলন সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমের উপস্থাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি বাংলা। প্রতিবেদনটি থেকে জানা যায়, তখনো এ আন্দোলনের খবর সামান্যই গুরুত্ব পেয়েছিল প্রতিবেশী দেশের গণমাধ্যমে। ভারতীয় গণমাধ্যম বিশ্লেষকদের একাংশ মনে করেন, বাংলাদেশের তৎকালীন সরকার ছিল ভারতের ‘বন্ধু-সরকার’। আর ভারতীয় গণমাধ্যমে সাধারণত দেশটির পররাষ্ট্রনীতির পরিপন্থি কিছু ছাপা হয় না। ওই সময় ভারতীয় বাংলা টিভি চ্যানেলগুলোতেও গুরুত্ব পায়নি বাংলাদেশের এই আন্দোলনের খবর।

কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ভারতীয় সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এখন প্রতিদিন বাংলাদেশ নিয়ে কিছু না কিছু সংবাদ প্রকাশিত হচ্ছেই। এসব সংবাদে সত্য যেমন থাকছে, তেমনি প্রচার হচ্ছে বিভিন্ন অপতথ্য। মেটার প্ল্যাটফর্মগুলোতে ভারতীয় সংবাদমাধ্যমের এমন অন্তত ১৫টি অপপ্রচার শনাক্ত করেছে বাংলাদেশি ফ্যাক্টচেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ। কেবল ভারতীয় সংবাদমাধ্যমই নয়, এ তালিকায় যুক্ত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের নামও।

আরও পড়ুন>>

এসব অপপ্রচারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভারতে দেবী কালীর মূর্তি বিসর্জনকে বাংলাদেশে কালী মন্দিরে হামলা বলে প্রচার, রমেন রায় নামে ঢাকার এক আইনজীবীর ওপর হামলার পুরোনো ঘটনাকে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলার দাবিতে প্রচার, ভারত থেকে আসা দুর্ঘটনায় পড়া শ্যামলী পরিবহনের বাসকে ভারতে পরিকল্পিত হামলা দাবিতে প্রচার, বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেল সম্প্রচার বন্ধের ভুয়া দাবি, চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে চিন্ময়ের আইনজীবী দাবি, এমনকি পাকিস্তান থেকে চট্টগ্রাম আসা জাহাজে অস্ত্র আনার ভুয়া দাবি ছড়ানো হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।

এছাড়া, পাকিস্তান ভারতীয় চিনি কিনে বাংলাদেশের কাছে বিক্রি করছে বলেও ভুয়া দাবি করা হয়েছে বিভিন্ন মাধ্যমে।

চিন্ময়কে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে দাবি করা হয়েছে, তাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে তুলসী গ্যাবার্ড কোনো মন্তব্যই করেননি।

আলোচিত অন্যান্য ঘটনা নিয়ে গুজব

এসব ঘটনার বাইরে সোশ্যাল মিডিয়ায় দেশ-বিদেশে আলোচিত যেসব ঘটনা নিয়ে অপতথ্য ছড়িয়েছে, সেসব ঘটনার মধ্যে রয়েছে-

ভারতে রামমন্দির উদ্বোধন: ২০২৪ সালের শুরুতেই ভারতের অযোধ্যায় রামমন্দিরে বিগ্রহের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরটি যেখানে তৈরি হয়েছে, ওখানেই একসময়ে ছিল ষোড়শ শতাব্দীতে তৈরি বাবরি মসজিদ। ধর্মীয় এই স্থাপনার গুরুত্বের কারণে জানুয়ারিতে এই ঘটনা নিয়ে ছয়টি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ফ্যাক্টওয়াচ।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু: ২০২৪ সালের ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এ মৃত্যু ঘিরে বাংলাদেশের নেটিজেনদেরও কৌতূহল ছিল। এ কৌতূহল থেকে ছড়িয়েছে অপতথ্য। মে মাসে ফ্যাক্টওয়াচের প্রকাশিত ৪৪টি ফ্যাক্টচেক প্রতিবেদনের মধ্যে পাঁচটিই ছিল ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ জিম্মি: ২০২৪ সালের ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে। জাহাজটিতে ছিলেন বাংলাদেশি ২৩ জন নাবিক। মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়া পায় ১৪ এপ্রিল রাতে। ওই সময়ের মধ্যে জাহাজটি উদ্ধার সম্পর্কিত তিনটি অপতথ্য শনাক্ত করেছিল ফ্যাক্টওয়াচ।

কেএএ/