মার্কিন নির্বাচন, আসাদের পতন
২০২৪ সালে বিশ্ব তোলপাড় করা যত ঘটনা
বিশ্ব রাজনীতি, অর্থনীতি, এবং প্রযুক্তির ক্ষেত্রে একটি ঘটনাবহুল বছর হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে ২০২৪ সাল। এ বছরের বেশ কিছু ঘটনা উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, মনোযোগ কেড়েছিল সারা বিশ্বের মানুষের। একনজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা-
নাভালনির মৃত্যু
গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি কারাগারে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। (বিস্তারিত)
প্রথমবার ইসরায়েলে ইরানের হামলা
গত ১৩ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। (বিস্তারিত)
রাফাহ অভিযান
গত ৭ মে গাজার রাফাহ সীমান্তে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে বহু হতাহতের ঘটনা ঘটে। (বিস্তারিত)
রাইসির মৃত্যু
গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার আকস্মিক মৃত্যু দেশটির রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে। (বিস্তারিত)
অ্যাসাঞ্জের মুক্তি
দীর্ঘদিন কারাভোগের পর গত ২৫ জুন মুক্তি পান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। (বিস্তারিত)
বাইডেন-ট্রাম্প বিতর্ক
গত ২৭ জুন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। (বিস্তারিত)
যুক্তরাজ্যে নেতৃত্ব বদল
গত ৫ জুলাই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচনী হারে রাজনৈতিক ক্যারিয়ার হুমকি মুখে পড়ে কনজারভেটিভ নেতা রিশি সুনাকের। (বিস্তারিত)
ট্রাম্পের কানে গুলি
গত ১৩ জুলাই একটি নির্বাচনী সমাবেশে বন্দুকহামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ডোনাল্ড ট্রাম্প। গুলিতে তার কান ফুটো হয়ে যায়। এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোড়ন তোলে। (বিস্তারিত)
বাইডেনের পশ্চাদপসরণ, প্রার্থী কমলা হ্যারিস
৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। তার জায়গায় ডেমোক্র্যাট প্রার্থী ঘোষণা করা হয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। (বিস্তারিত)
স্পেসএক্সের যুগান্তকারী সাফল্য
গত ১৩ অক্টোবর স্পেসএক্স প্রথমবারের মতো রকেট সফলভাবে ক্যাচ ধরতে সক্ষম হয়, যা মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করে। (বিস্তারিত)
পুনর্নির্বাচিত ট্রাম্প
গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়ে ইতিহাসে নাম লেখান ডোনাল্ড ট্রাম্প। (বিস্তারিত)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের হাজারতম দিন
গত ১৯ নভেম্বর এক হাজার দিনে পা দেয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে, এতদিন পরও লড়াই বন্ধের শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। (বিস্তারিত)
হিজবুল্লাহ-ইসরায়েলের যুদ্ধবিরতি
গত ২৬ নভেম্বর লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। (বিস্তারিত)
আসাদের পতন
গত ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ। এর ফলে আসাদ পরিবারের টানা ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। (বিস্তারিত)
জিমি কার্টারের মৃত্যু
গত ২৯ ডিসেম্বর মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। (বিস্তারিত)
কেএএ/