সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ ডিসেম্বর ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
প্রত্যর্পণ/ হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের ফিরিয়ে দেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। ভূ-রাজনৈতিক কারণ এবং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান উল্লেখ করে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
১৫ বছরের মধ্যে বাংলাদেশের জিডিপি সুইজারল্যান্ডকে ছাড়িয়ে যাবে
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে বিশ্বে ২১তম। একই সময়ে সুইজারল্যান্ড ও সুইডেনের অবস্থান হবে বিশ্বে যথাক্রমে ২২ ও ৩০তম।
উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ
উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের ‘একাধিক স্থানে’ আফগান তালেবানের পাল্টা হামলা
পাকিস্তানের ‘একাধিক স্থানে’ হামলা চালিয়েছে আফগান তালেবান। শনিবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি দেশটির ভেতরে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে পাল্টা এই হামলা চালানো হয়েছে।
কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত, ক্ষমা চাইলেন পুতিন
রাশিয়ার আকাশসীমায় ক্ষতিগ্রস্ত একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই ঘটনায় রাশিয়াকে দায়ী করার ক্ষেত্রে সরাসরি কিছু বলেননি তিনি।
রাশিয়ার ড্রোন ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের
রাশিয়ার ওরিওল অঞ্চলে দূরপাল্লার শাহেদ ড্রোনের একটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার (২৮ ডিসেম্বর) ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা রাশিয়ার জন্য ইউক্রেনের বিরুদ্ধে বৃহৎ আকারের ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা ‘গুরুতরভাবে কমিয়ে’ দিয়েছে।
ফিরে দেখা ২০২৪/ বিশ্বজুড়ে রেকর্ডভাঙা দুর্যোগে অপূরণীয় ক্ষয়ক্ষতি
পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হয়েছে ২০২৪ সাল। শুধু তা-ই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এ বছর ভয়াবহ আকারে দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়। ছোট্ট এবং দরিদ্র মায়োত্তে থেকে শুরু করে তেলসমৃদ্ধ সৌদি আরব, সমৃদ্ধ ইউরোপীয় শহর থেকে জনবহুল আফ্রিকার বস্তি— সব জায়গায়ই এই বিপর্যয়ের প্রভাব ছিল ধ্বংসাত্মক।
পশ্চিমবঙ্গে কি দুষ্প্রাপ্য হতে চলেছে খেজুরের গুড়?
পশ্চিমবঙ্গে শীতের মৌসুম এলেই নানা ধরনের পিঠেপুলি আর নলেন গুড়ের মোয়ার অনন্য স্বাদে মাতোয়ারা হয় ভোজনরসিক বাঙালি। আবার এই শীত এলে অনেকেই খোঁজেন খেজুরের সুস্বাদু রস, সঙ্গে খাঁটি ঝোলা গুড়। কিন্তু নানা প্রতিকূলতায় কতদিন রসের এই জোগান অটুট থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তার ওপর, এবার জ্বালানি সংকটের কারণেও খেজুর গাছের রস থেকে বিভিন্ন ধরনের ঝোলা গুড়, পাটালি ও সুস্বাদু নলেন গুড় তৈরির প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে।
তুরস্ক থেকে দেশে ফিরেছেন ৩০ হাজারের বেশি সিরীয় নাগরিক
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। ফলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর যারা বিভিন্ন দেশে পালিয়ে গেছিলেন তারা এখন নিজ দেশে ফিরতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যায় রেকর্ড
যুক্তরাষ্ট্রে গৃহহীনদের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সরকারি পরিসংখ্যানে প্রকাশিত তথ্যে এমন চিত্র দেখা গেছে।
কেএএ/জেআইএম