হাসপাতালে বিল ক্লিনটন
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে তার ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঙ্গেল উরেনা বলেন, পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার সন্ধ্যায় বিল ক্লিনটনকে (৭৮) ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাইন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে ভালো অবস্থায় আছেন। তাকে যেভাবে যত্ন করা হচ্ছে তিনি সে বিষয়ে বেশ প্রশংসা করেছেন।
বিল ক্লিনটনের সার্বিক পরিস্থিতি নিয়ে উরেনা বিস্তারিত তথ্য দেননি। তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে যে, পরিস্থিতি খুব বেশি ‘গুরুতর নয়’।
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন। তিনি ছিলেন দেশটির ৪২তম প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট পার্টির এই নেতার কয়েক বছর ধরেই নানান ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে।
এর আগে ২০০১ সালে প্রায় পাঁচদিন হাসপাতালে কাটিয়েছেন এই সাবেক প্রেসিডেন্ট। এছাড়া ২০০৪ এবং ২০১০ সালে তার হার্টে অস্ত্রোপচার করা হয়।
- আরও পড়ুন:
- ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় দেখা করতে প্রস্তুত পুতিন
- বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
- ইউক্রেনের আরও দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
নানা ধরনের রোগে ভোগার কারণে অনেকদিন ধরেই জীবনধারায় পরিবর্তন আনার বিষয়ে লোকজনকে উদ্বুদ্ধ করে আসছেন বিল ক্লিনটন।
টিটিএন