ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে চালানো রকেট হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই রকেট হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

রকেট হামলার সময় তেল আবিবে সাইরেন বেজে ওঠে। সে সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় জাফা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৫৮ জন ও আহত হয়েছেন আরও ৮৪ জন। রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব হামলা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে ১৪ মাস ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ।

টিটিএন