আবাসিক-শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘন
সৌদি আরবে গ্রেফতার ২০ হাজার
চলতি বছরের ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বিশেষ করে শ্রম ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে।
এ সময়ে ২০ হাজার ১৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৩০২ জনকে গ্রেফতার করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে। বাকিদের ধরা হয়েছে শ্রম আইন ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য।
তাছাড়া আরও এক হাজার ৮৬১ জনকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের সময়। গ্রেফতারদের মধ্যে অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। তাছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে সৌদি থেকে অন্যদেশে পালিয়ে যাওয়ার সময়।
১৭ জনকে গ্রেফতার করা হয়েছে আইন লঙ্ঘনকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। এই অভিযান চালিয়ে মোট ২৯ হাজার ৫৪০ জনকে আইনের মুখোমুখি করা হয়েছে।
সম্প্রতি সৌদি আরবে এ ধরনের অভিযান বেড়েছে ব্যাপকভাবে। প্রায়ই গ্রেফতার করা হয় হাজার হাজার ব্যক্তিকে।
সূত্র: গাল্ফ নিউজ, আরব নিউজ
এমএসএম