ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরীয় নেতার জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০১ এএম, ২১ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার বিরুদ্ধে ঘোষিত এক কোটি মার্কিন ডলারের পুরস্কার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর শুক্রবার (২০ ডিসেম্বর) এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ।

তিনি জানান, আল-শারা আলোচনার সময় প্রতিশ্রুতি দিয়েছেন, সিরিয়া থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি দূর করা হবে। তিনি বলেন, আমাদের আলোচনার ভিত্তিতে আমি তাকে জানিয়েছি, আমরা তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহার করছি। আমরা সিরিয়ার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রত্যাশা করি।

আহমেদ আল-শারা, যিনি আবু মুহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত, একসময় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা। ২০১৮ সালে এইচটিএস’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন>>

বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের নিখোঁজ নাগরিকদের বিষয়ে আলাপ-আলোচনা ফের শুরু করেছে। এদের মধ্যে ২০১২ সালে দামেস্কের কাছে নিখোঁজ হওয়া মার্কিন সাংবাদিক অস্টিন টিসের কথাও উঠে এসেছে।

এদিকে, সিরিয়ায় আইএসের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে। শুক্রবার দেইর এজ-জোর প্রদেশে একটি বিমান হামলায় আইএস নেতা আবু ইউসিফ নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

পেন্টাগন জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে প্রায় দুই হাজার মার্কিন সেনা অবস্থান করছে। আইএস যাতে নতুন করে সংগঠিত হতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/