আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, নতুন করে আলোচনা চায় বাংলাদেশ
![আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, নতুন করে আলোচনা চায় বাংলাদেশ](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/adani-20241219143841.jpg)
ট্যাক্স সুবিধা আটকে রেখে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।
২০১৭ সালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি করে ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানি। এখন এই চুক্তির ব্যাপারে নতুন করে আলোচনার আশা করছে ঢাকা।
বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছিলেন। অন্য যে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তির তুলনায় এখানে খরচ অনেক বেশি।
আরও পড়ুন>
- আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল
- আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখছে শ্রীলঙ্কাও
২০২৩ সালের জুলাই থেকে সরবরাহ শুরু হওয়ার পর থেকে ঢাকা আদানি পাওয়ারকে অর্থপ্রদানের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখনো সরবরাহের বিপরীতে বাংলাদেশের কাছে কয়েক মিলিয়ন ডলার পাবে আদানি পাওয়ার।
বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, আদানি সরবরাহ ছাড়াই এখন যথেষ্ট অভ্যন্তরীণ সক্ষমতা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি একটি অতিরিক্ত বাস্তবায়ন চুক্তির সঙ্গে এসেছিল, যা ট্যাক্স সুবিধা হস্তান্তরকে সম্বোধন করেছিল। এখন বাংলাদেশের পরিকল্পনা হলো ২৫ বছর মেয়াদি চুক্তিটি পুনরায় চালু করা।
সূত্র: রয়টার্স
এমএসএম