বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলকাতা গেলো বাংলাদেশের প্রতিনিধি দল
প্রতি বারের মতো চলতি বছরেও যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন করবে ভারতীয় সেনাবাহিনী। সোমবার (১৬ ডিসেম্বর) কলকাতার ফোর্ট উইলিয়ামে উদযাপন করা হবে এই দিবস। এ উপলক্ষে এরই মধ্য তিন দিনের সফরে কলকাতায় গেছেন ১৭ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল। রোববার প্রতিনিধি দলটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
জানা গেছে, সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হবে। ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল বিজয় সমারক স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হবে প্রতিনিধি দল দুটি। এরপর ‘মিলিটারি ট্যাটু’ শিরোনামে সেনাবাহিনীর বিশেষ বিষয়গুলো প্রদর্শিত হবে।
কলকাতায় যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান। এই প্রতিনিধি দলে রয়েছেন- সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাদের সাতজন ও বর্তমানে কর্মরত দুজনসহ তাদের স্ত্রীরা।
বাংলাদশের এই প্রতিনিধি দলে রয়েছেন- মেজর মোহাম্মদ বদরুল ইসলাম (পিএসসি) ও তার স্ত্রী ফাহিমা ফেরদৌস। ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির, এনডিসি, পিএসসি(অব.), তার স্ত্রী আয়েশা ইয়াসমিন। কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বিপি (অব.), তার স্ত্রী খালেদা মরিয়ম। মেজর মোহাম্মদ আলী আশরাফ, বিপি (অব.) ও তার স্ত্রী আনোয়ারা বেগম।
আরও রয়েছেন- মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী, এনডিসি (অব.) ও তার স্ত্রী রোকেয়া রহমান। মেজর জেনারেল একে মোহাম্মদ আলী শিকদার, পিএসসি(অ.), তার স্ত্রী আসমা ইয়াসমিন। মেজর এবিএম নুরুল আলম (অব.) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম। কমডোর আব্দুল ওয়াহেদ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম (জি), পিএসসি, বিএন (অ.) ও তার স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী।
ডিডি/এসএএইচ