ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

অবৈধ অভিবাসন/ ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
ভারতকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এটি এমন একটি তালিকা, যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ।

ভারতের ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ মর্যাদা প্রত্যাহার করলো সুইজারল্যান্ড
দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএএ) আওতায় ভারতের ‘সবচেয়ে অনুকূল’ বা ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। সুইস অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সুপ্রিম কোর্টে নেসলে মামলার রায়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানে এমপি-মন্ত্রীদের বেতন-ভাতার তথ্য প্রকাশ
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আজম নাজির তারার দেশটির মন্ত্রীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সিনেটে ব্রিফ করেছেন। সিনেটে এক প্রশ্ন-উত্তর পর্বে তারার বলেন, ন্যশনাল অ্যাসেম্বলির একজন সদস্য মাসে এক লাখ ৫৬ হাজার পাকিস্তানি রুপি বেতন পান।

পাকিস্তানে তেল-গ্যাসের নতুন খনি আবিষ্কার
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তেল-গ্যাসের নতুন মজুত আবিষ্কার করেছে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেড (ওজিডিসিএল)। সম্প্রতি লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এই তেল-গ্যাসের মজুত পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

এবার দামেস্কের কাছেই ইসরায়েলের বিমান হামলা
সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার দেশটির রাজধানী দামেস্কের কাছেই হামলার ঘটনা ঘটলো। শুক্রবার রাতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবারের হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কের কাছাকাছি থাকা সামরিক স্থাপনা।

যে কারণে সিরিয়ায় গম রপ্তানি স্থগিত করলো রাশিয়া
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে গম রপ্তানি স্থগিত করেছে রাশিয়া। মস্কো এমন এক সময় এ সিদ্ধান্তের কথা জানালো যখন রাশিয়া থেকে ছেড়ে আসা দুইটি গম বোঝাই জাহাজ এখনো সিরিয়ার গন্তব্যে পৌঁছেনি।

ইউক্রেনে রাশিয়ার ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনে ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি খাত ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হাল ছাড়বেন না অভিশংসিত ইউন, শেষ দেখার ঘোষণা
শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। সামরিক শাসন ঘোষণার জেরে শনিবার (১৩ ডিসেম্বর) বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে তাকে অভিশংসনের জন্য দ্বিতীয়বারের মতো ভোটাভুটি হয়। এতে প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা।

আর জি করের ঘটনায় দুই অভিযুক্তের জামিন, উত্তাল পশ্চিমবঙ্গ
গত ৯ আগষ্ট পশ্চিমবঙ্গের প্রথম সারির মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আরজি করে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে কর্মস্থলে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত আর জি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সাবেক ওসি অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন।

জর্ডানে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ৬
জর্ডানের রাজধানী আম্মানের একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬০ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থাই গুরুতর। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেএএ/এমএস