ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

নেচার সাময়িকীর সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ২০২৪ সালের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত করেছে প্রখ্যাত সাময়িকী নেচার। বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের নিয়ে প্রতি বছর এই তালিকা প্রকাশ করা হয়। গত সোমবার (৯ ডিসেম্বর) ড. ইউনূসকে নিয়ে একটি বিশদ নিবন্ধ প্রকাশ করেছে খ্যাতনামা এই সাময়িকী।

সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মাদ আল-বশির

দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

সিরীয় ভূখণ্ড দখল, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি সৌদি, ইরান, কাতারের

গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নীতিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তাদের অভিযোগ, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভ কর্মসূচি পালন

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের অফিস চানক্যপুরীতে। এখানেই একের পর এক বিদেশি দূতাবাস রয়েছে। সেই চানক্যপুরীতেই বিক্ষোভ দেখালেন হাজার দেড়েক মানুষ।

সিরিয়ায় দেড় কোটির বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন

সিরিয়ায় জরুরি ভিত্তিতে দেড় কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

পাকিস্তান ভারতীয় চিনি কিনে বাংলাদেশের কাছে বিক্রির দাবিটি মিথ্যা

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল গত ৩ ডিসেম্বর এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে। পাকিস্তান থেকে এই চিনি কেনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দাবি করা হচ্ছে- (১) গত অর্থবছরে ভারত থেকে ৫ লাখ টন চিনি কিনেছে পাকিস্তান, সেই চিনি থেকেই ২৫ হাজার টন বাংলাদেশ কিনছে, (২) ২০২৪ সালের আগস্ট মাসেই কেবল ভারত থেকে ৩.৫৬ মিলিয়ন ডলারের চিনি আমদানি করেছে পাকিস্তান। সেই পাকিস্তান থেকে বাংলাদেশ এখন বেশি দামে চিনি আমদানি করছে।

ভারতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

সংসদে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। এমনই অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টিসহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলো সমর্থন করেছে এই প্রস্তাব।

কলকাতায় ডিএনএ নমুনা দিয়েছেন আনার-কন্যা ডরিন

কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের খণ্ড-বিখণ্ড মরদেহের অংশ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। নভেম্বর মাসের শেষ দিকে কলকাতায় নমুনা দেন তিনি।

সিরিয়ায়ও ‘আয়নাঘরের’ মতো বন্দিশালার সন্ধান

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর দেশটিতে একের পর এক ভয়ঙ্কর নির্যাতনের চিত্র উঠে আসছে। বিদ্রোহীদের দমনে নানা ধরনের নির্যাতনমূলক পদক্ষেপ নিয়েছিলেন আসাদ। এর মধ্যে অন্যতম হলো বন্দিশালা। যেখানে নিয়ে নির্মম নির্যাতন করা হতো বন্দিদের।

সিরিয়ায় খাবার-ওষুধ সরবরাহ করছে কাতার

কাতারের সামরিক বাহিনী জানিয়েছে, তুরস্কের গাজিয়ানটেপ দিয়ে বিমানে করে সিরিয়ায় তাদের প্রথম ত্রাণ সহায়তা সরবরাহ করা হয়েছে। সিরিয়ায় খাবার এবং ওষুধ সরবরাহ করার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তালিকা করবে সিরিয়ার বিদ্রোহীরা

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর ঘর থেকে বেরিয়ে আসছেন সাধারণ জনতা। বিভিন্ন শহরে চলছে তাদের আনন্দ-উল্লাস। তবে আসাদের দীর্ঘ শাসনামলে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। বন্দি থেকেছেন কারাগারে।

আসাদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নেই পুতিনের

সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তবে সেখানে তিনি খুব বেশি মর্যাদা পাচ্ছেন না। বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে মস্কোতে যাওয়ার পর তার বা তার পরিবারের কোনো ছবি বা ভিডিও ফুটেজ প্রকাশ হতে দেখা যায়নি।

এমএসএম/এএসএম