ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশি কথিত সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে এই প্রতিবাদ মিছিলের ডাক দেয় আরএসএস।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দিল্লির চাণক্যপুরী থানা থেকে পদযাত্রা করে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। দুইশরও বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার ওই কর্মসূচিতে অংশ নেবে বলে খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, অন্তত গত এক যুগে দিল্লির বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভ করতে দেখা যায়নি। এই বিক্ষোভ বহু বহু বছরের মধ্যে প্রথমবার। এই বিক্ষোভ কর্মসূচিতে আরএসএসের দিল্লি ইউনিটের গণমাধ্যম বিভাগের কো-ইনচার্জ নেতা রজনীশ জিন্দাল, ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো চিফ রাজীব জৈন, ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত ভিনা সিক্রিও থাকবেন বলে শোনা যাচ্ছে।

রোববার (৮ ডিসেম্বর) রজনীশ জিন্দাল সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘দিল্লির সুশীল সমাজ’ ব্যানারে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে প্রতিবাদ কর্মসূচি হবে। বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন নিয়ে গোটা ভারতের মানুষ ক্ষুব্ধ, ক্রুদ্ধ। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নৃশংসতার প্রতিবাদে আমরা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে প্রতিবাদ মিছিল করব। বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও জানিয়েছেন রজনীশ।

রজনীশ জিন্দাল আরও বলেন, হিন্দুদের ওপর চলমান সহিংসতা থামাতে আমরা ইউএন, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এডিবিসহ সব আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দেবো।

প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘিরে সব জেলা ম্যাজিস্ট্রেটদেরও একটি স্মারকলিপি দেওয়ার কথাও জানান রজনীশ। বাংলাদেশে হিন্দু ও অন্যান্যদের ওপর কথিত সহিংতা, নিপীড়নের অভিযোগ এনে আরএসএস বলছে, বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের নজরে আনতে ও হস্তক্ষেপের জন্য তারা এই কর্মসূচি দিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এসএএইচ