ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল। আর পলাতকরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু।

কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে

চলতি বছরের আগস্ট মাস থেকে ধীরে ধীরে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমতে শুরু করলেও এখন তা একেবারেই তলানিতে ঠেকেছে। ফলে কলকাতার এক টুকরো মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় ৭০ শতাংশ কমে গেছে।

জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী, নথিবিহীন অভিবাসী পরিবারের সদস্যরা মার্কিন নাগরিক হলেও, তাদের দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তিনি। এ বিষয়ে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না। কাজেই পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির দুর্নীতি তদন্ত ব্যুরোর প্রধান প্রসিকিউটর। এছাড়া ইওল প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাশার আল-আসাদ এখন মস্কোয়, জানালো রাশিয়া

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। ক্রেমলিনের সূত্র উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

আসাদের পতনের পরপরই গোলান মালভূমিতে ভূমি দখল করলো ইসরায়েল

সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরায়েল। অঞ্চলটির পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর সশস্ত্র অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের পরপরই এই পদক্ষেপ নেয় ইসরায়েল।

সিরিয়ায় আইএসের ৭৫ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৭৫টি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) এসব হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আইএসের শীর্ষ নেতা, সহযোগী এবং বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

আসাদের পতন মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে?

সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর-পশ্চিমের ইদলিবে তাদের ঘাঁটি থেকে সরকারবিরোধী বিস্ময়কর অভিযান শুরুর পর পতন ঘটে বাশার আল-আসাদের। এর মাধ্যমে বহু বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। মাত্র এক সপ্তাহ আগেও যা ছিল একেবারেই অচিন্তনীয়। এটাই সিরিয়ার জন্য টার্নিং পয়েন্ট।

ভারতের ‘হংকং’ প্রকল্পে হুমকির মুখে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের পূর্ব উপকূলের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি বহুমুখী উন্নয়ন প্রকল্প ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরগুলোতে গ্রেট নিকোবর দ্বীপকে হংকংয়ের মতো দেখতে একটি নগরে রূপান্তরিত করা হবে। এই প্রকল্পের আওতায় তৈরি করা হবে একটি ট্রান্সশিপমেন্ট হার্বার, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর এবং নতুন নগর। ব্যয় হবে প্রায় ৭২ হাজার কোটি রুপি (৯০০ কোটি ডলার)।

এসএএইচ/এএসএম