ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৫ বছর পর আপন রূপে প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল

মোহাম্মদ তাইজুল ইসলাম | ফ্রান্স | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

পাঁচ বছর পর আপন রূপে প্যারিসের ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল। অগ্নিকাণ্ডে ২০১৯ সালে ধ্বংসস্তূপে পরিণত হয় ৮৫০ বছর পুরোনো ক্যাথিড্রালটি। শনিবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৫০টির বেশি দেশের প্রধানদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় নটরডেম।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৫০০ মানুষকে আমন্ত্রণ জানানো হয়। বাস্তবে অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো উদ্বোধনী অনুষ্ঠানে দশ মিনিট বক্তব্য দেন।

২০১৯ সালের ১৫ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটি রক্ষা করার জন্য ম্যাঁক্রো বিভিন্ন বাহিনীর সাহসিকতা এবং স্মৃতিস্তম্ভের পুনর্নির্মাণে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন ও ক্যাথলিকদের ঐতিহাসিক উপাসনালয় নটরডেম ক্যাথিড্রাল। ২০১৯ সালের ১৫ এপ্রিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাথিড্রালের ছাদ থেকে শুরু করে ধ্বংস হয়ে যায় অধিকাংশ স্থাপনা।

শ্যাইন নদীর পাশে অবস্থিত ৮৫০ বছর পূর্বের এই স্থাপনাটি প্যারিসের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। নটর ডেম ক্যাথেড্রালের বাইরে ‘পয়েন্ট জিরো’ লেখা একটি নামফলক রয়েছে, যেটাকে কেন্দ্র করে প্যারিস থেকে ফ্রান্সের অন্যান্য জায়গার দূরত্ব পরিমাপ করা হয়।

সেই সঙ্গে, এই নামফলকটি প্যারিসের কেন্দ্রবিন্দুর নির্দেশকও। ফ্রান্সের অন্যতম প্রধান গির্জা হিসেবে মর্যাদা পেয়ে আসা নটর ডেম ক্যাথেড্রাল বহু রাজকীয় বিয়ে, সম্রাট হিসেবে নেপোলিয়ন বোনাপার্টের অভিষেকসহ বিভিন্ন স্মৃতি বহন করে চলেছে।

১১৬৩ সালে ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থাপত্যশৈলীর এই ঐতিহাসিক উপাসনালয় ফ্রান্সের রাজধানীর অন্যতম পর্যটন আকর্ষণ। এর নকশা করা রঙিন জানালা থেকে পাথরের তৈরি ভাস্কর্যের বিবরণ উঠে এসেছে নানা বই ও সিনেমায়। ক্যাথিড্রালটি সংস্কারে খরচ হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো। পর্যটন মন্ত্রণালয় মনে করে, ক্যাথিড্রালটিতে প্রতি বছর প্রায় ১৫ মিলিয়ন দর্শনার্থী ভ্রমণ করবে।

এমআরএম/এমএস