ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দ. কোরিয়ায় সংসদের বাইরে হাজার হাজার জনতার বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে দেশটির সংসদের সামনে হাজার হাজার নাগরিক উপস্থিত হয়ে প্রেসিডেন্টের অপসরণ দাবিতে বিক্ষোভ করছে।

অন্যদিকে ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ বিরোধীদের আনা অভিশংসন প্রস্তাবে তারা একমত নয়।

প্রেসিডেন্টকে সরিয়ে দিতে যখন ভোট শুরু হবে তখন সংসদ থেকে বের হয়ে গেছেন ক্ষমতাসীন দলের এমপিরা।

সংসদ থেকে ক্ষমতাসীন দলের এমপিদের বের হয়ে যাওয়ার মানে হলো অভিশংসন প্রস্তাব পাস হতে যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তা নাও হতে পারে।

এর আগে ইউন সুক ইওল পদত্যাগ না করে ক্ষমা চান।

ইউন বলেন, সামরিক আইন জারির পর আমি রাজনৈতিক দায়বদ্ধতা ও আইনগত বিষয়কে পরিহার করছি না। তবে সিদ্ধান্তটি হতাশা থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, যারা আশাহত হয়েছেন তাদের প্রতি আমি দুঃখিত ও ক্ষমা চাচ্ছি।

১৯৮০ সালের পর কোরিয়ায় প্রথম বারের মতো গত মঙ্গলবার সামরিক আইন জারি করে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন ইউন।

সূত্র: রয়টার্স

এমএসএম