ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাজ্যে ছেলেদের নামের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’

যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হয়ে উঠেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ৭ দশমিক শূন্য মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ৪৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০১ জন। তাছাড়া অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে।

ভারতে কৃষক আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ

ভারতে কৃষকদের দিল্লি চলো আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে এই ঘটনা ঘটেছে।

ইমরান খানের বিরুদ্ধে মোট মামলা কত?

ক্ষমতাচ্যুতের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে মোট কয়টি মামলা দায়ের হয়েছে তা প্রকাশ্যে এসেছে।

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে যাচ্ছে একের পর এক বড় শহর

সিরিয়ায় হঠাৎ করেই বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। এমন পরিস্থিতে সেখান থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। কারণ সরকারি বাহিনীও সামনের দিকে অগ্রসর হচ্ছে।

১০ সামরিক কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞার আবেদন, ৩ জন বরখাস্ত

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে এরই মধ্যে শুরু হয়েছে অভিসংশন প্রক্রিয়া।

শিগগির চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

শিগগির বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম এই তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে।

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকারের পতন, পদত্যাগ করবেন না ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। এদিকে, সরকার পতনের পরও দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর হারের পর বিরোধীরা তার পতদ্যাগের যে দাবি তুলেছে, তাতে সায় দেবেন না তিনি।

এমএসএম