ইমরান খানের বিরুদ্ধে মোট মামলা কত?
ক্ষমতাচ্যুতের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে মোট কয়টি মামলা দায়ের হয়েছে তা প্রকাশ্যে এসেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, ইমরান খানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৮৮টি মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে পাঞ্জাবেই তার বিরুদ্ধে রয়েছে ৯৯টি মামলা। খাইবার পাখতুনখাওয়ায় রয়েছে দুইটি।
ইসলামাবাদ পুলিশের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় রাজধানীতে তার বিরুদ্ধে ৭৬টি মামলা রয়েছে।
এছাড়াও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে সাতটি মামলা এবং তদন্ত বর্তমানে প্রক্রিয়াধীন। তিনটি মামলা জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) এর তদন্তাধীন রয়েছে।
প্রতিবেদনে তোশাখানা মামলার চলমান আপিলও তুলে ধরা হয়েছে, যেখানে সাবেক এই প্রধানমন্ত্রী তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে লড়াই করছেন।
২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হতে থাকে। এরপর বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মামলা ক্রমেই বাড়তে থাকে। এর মধ্যে কয়েকটি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন তিনি।
সূত্র: জিও নিউজ
এমএসএম