ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৪ বাংলাদেশিকে গ্রেফতারের পর ফেরত দিলো আসাম পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে এক শিশুসহ অন্তত ৪ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই তথ্য জানায় আসাম পুলিশ। অবশ্য পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত চার বাংলাদেশি হলেন, রুমানা শেখ, মো. বাদশা শেখ, রোকসানা খাতুন ও আয়েশা খাতুন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসাম পুলিশ চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে। পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।

এদিকে, আসামের পুলিশ বলেছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ১৬১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতারের পর ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও আসাম পুলিশ বলেছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ লাগোয়া আসামের এক হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

সূত্র: নর্থ ইস্ট টুডে

এসএএইচ