ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কোটি ডলার কুড়িয়ে নিলো পথচারীরা (ভিডিও)

প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

হংকংয়ে রাস্তা থেকে কোটি কোটি ডলার কুড়িয়ে নিয়েছে পথচারীরা। দেশের দ্বীপটির ওয়ান জাই জেলার এক ব্যস্ত সড়কে বুধবার টাকা বহনকারী গাড়ি দুর্ঘটনায় হলে গাড়িতে থাকা ডলার রাস্তায় ছড়িয়ে পরে। পরে পথচারীরা নেমে তা লুটপাট করে।

তবে সড়ক দুর্ঘটনায় খোয়া যাওয়া কোটি ডলার ফেরত ফেরত দিতে বলেছে হংকং পুলিশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ান চাই জেলার একটি ব্যস্ততম রাস্তা দিয়ে ৫২৫ মিলিয়ন হংকং ডলার (৬ কোটি ৮০ লাখ ইউএস ডলার) নিয়ে যাচ্ছিল একটি পরিবহনভ্যান। দুর্ঘটনায় শিকার হলে ভ্যানে থাকা অর্থ রাস্তায় ছড়িয়ে পড়ে। এরপরই পথচারীরা তা কুড়াতে শুরু করে।

বিবিসি বলছে, বুধবার দুর্ঘটনার পরই টাকা কুড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে কয়েক ডজন লোক। অনেককে রাস্তায় নিজেদের গাড়ি ফেলে রেখে টাকা কুড়াতেও দেখা গেছে। এতে সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা রাস্তা থেকে প্রায় ২ কোটি হংকং ডলার উদ্ধার করে।

কিন্তু তার আগেই কুড়িয়ে যায় এক কোটিরও বেশি ডলার। এসব ডলার ফেরত দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে হংকং পুলিশ। লুট হয়ে যাওয়া এসব অর্থ  ফেরত না দিলে তা ‘অতি গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে বলেও সতর্ক করে দিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।