ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার

অস্ট্রেলিয়ার পদক্ষেপের সমালোচনা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত রাখার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নতুন আইনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্ক। এর জবাবে অস্ট্রেলিয়া বলছে মাস্ক তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় আছেন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে আলবেনিজ জানিয়েছেন, তার সরকার নিষেধাজ্ঞা নিয়ে মাস্কের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে। তিনি বলেন, আমরা যে-কারো সঙ্গেই কথা বলবো।

অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন আইনের সমালোচনা করে এক্সের মালিক ইলন মাস্ক গত মাসে জানান যে, এটা ইন্টারনেট এক্সেস নিয়ন্ত্রণের এক ব্যাকডোর উপায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবেনিজ রোববার বলেন, নিজের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন মাস্ক।

অস্ট্রেলিয়ার নতুন আইনে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং এক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রমের সুযোগ রাখা হয়নি। অর্থাৎ অভিভাবকরা অনুমতি দিলে সামাজিক মাধ্যম ব্যবহার বা যে একাউন্টগুলো এরই মধ্যে চালু আছে সেগুলোকে এগিয়ে নেওয়ার সুযোগও রাখা হয়নি। এই আইন কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দায়িত্ব স্পষ্ট করা হয়েছে৷

আগামী ১২ মাসের মধ্যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের পর ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম এবং এক্সের মতো প্ল্যাটফর্মগুলোর ওপর প্রভাব পড়বে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে আলবেনিজ জানিয়েছেন, তার সরকার নিষেধাজ্ঞা নিয়ে মাস্কের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে।

সূত্র: ডয়েচে ভেলে

এমএসএম