ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এখন সত্যের চেয়ে নেতিবাচক খবর দ্রুত ছড়ায়: ঘুসকাণ্ড নিয়ে আদানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

বিশ্বে এখন সত্যের চেয়ে নেতিবাচক খবর দ্রুত ছড়ায় বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। সম্প্রতি ঘুসকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হওয়া নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) জয়পুরে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ঘুসকাণ্ড নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন গৌতম আদানি। সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আজকের বিশ্বে নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। বাস্তবতা হলো, অনেক ‘মিথ্যা’ রিপোর্টিং সত্ত্বেও, আদানির পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো লঙ্ঘন বা ন্যায়বিচারকে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি।

আদানি বলেন, আপনাদের মধ্যে বেশিরভাগই জেনে থাকবেন, দুই সপ্তাহেরও কম সময় আগে আমরা আদানি গ্রিন এনার্জি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে অভিযোগের মুখোমুখি হয়েছি। এই প্রথমবার আমরা এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তা না। বছরের পর বছর ধরে আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি।

‘আমি আপনাদের এতটুতু বলতে পারি যে, প্রতিটি আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তোলে। প্রতিটি বাধা আদানি গোষ্ঠীর জন্য আরও ভালো করার পথ হয়ে ওঠে। যেহেতু আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করি, আমি আমাদের পরম প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করতে চাই।’

গৌতম আদানি আরও বলেন, আপনার স্বপ্ন যত সাহসী, বিশ্ব তত বেশি যাচাই-বাছাই করে। কিন্তু সেই যাচাই-বাছাইয়ের মধ্যেই আপনাকে অবশ্যই স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সাহস খুঁজে পেতে হবে।

গত ২০ নভেম্বর সাড়ে ২৬ কোটি ডলারের ঘুসকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। পরে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত।

আদানিদের বিরুদ্ধে অভিযোগ, গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তিনি ও তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের সাড়ে ২৬ কোটি ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। এই প্রকল্প থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিজে আলোচনা করেছিলেন। কর্মকর্তাদের রাজি করানোর পর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ ক্ষেত্রে আদানি গ্রিন এনার্জি নিজেদের প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুসবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

ওই অভিযোগের পর বিবৃতিতে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করে। পাশাপাশি এই অভিযোগের বিরুদ্ধে তারা সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সূত্র: এনডিটিভি

এসএএইচ