সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ নভেম্বর ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মিয়ানমার জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির প্রধান কৌশুলি করিম খান। বুধবার (২৭ নভেম্বর) আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পশ্চিমবঙ্গে ভ্রমণ করতে এসে বিপাকে দুই বাংলাদেশি পর্যটক
বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ভ্রমণ করতে এসে দূরপাল্লার ট্রেনে সর্বস্ব খুইয়ে মাথায় হাত দুই বাংলাদেশি পর্যটকের। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই দুই বাংলাদেশি। জানা গেছে, গত ২৩ নভেম্বর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কলকাতায় আসেন বাংলাদেশের বাসিন্দা ইয়ানা ও তার আত্মীয় সম্পর্কে ছোট ভাই। কলকাতায় এসে নিউমার্কেট উঠেন তারা। পরিকল্পনা করেন পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিং ও সিকিমে ঘুরতে যাওয়ার।
চিন্ময়কে মুক্তি না দিলে পেট্রাপোল বন্দরে লাগাতার অবরোধের হুমকি বিজেপির
সাবেক এই ইসকন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। সেসময় বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রোববারের (১ ডিসেম্বরের) মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে, সোমবার থেকে পেট্রাপোল স্থলবন্দরে অবরোধ শুরু করবে বিজেপি।
এবার চিন্ময় কৃষ্ণের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ভারতীয় কংগ্রেস
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। একই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
লেবাননে যুদ্ধবিরতি, বাড়ি ফিরতে শুরু করেছে বাস্তুহারা লোকজন
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুহারা লোকজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেওয়ার পর বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরেই দক্ষিণ লেবাননে বেসামরিক লোকজন নিজেদের বাড়ি-ঘরে ফিরতে শুরু করে।
মধ্য প্রদেশে ফের সাম্প্রদায়িক সহিংসতা, বাড়িঘরে আগুন
ভারতের মধ্য প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতার আগুনে পুড়লো অন্তত ১২টি বাড়ি। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজ্যের গুনা জেলার ফতেহগড় থানার অন্তর্গত পানহেটি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় ভিল সম্প্রদায়ের লোকজন বনজারা সম্প্রদায়ের বাড়িগুলোতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে প্রস্তুত হামাস
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সংগঠনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে যে যুদ্ধবিরতি হয়েছে তারা বিষয়টিকে স্বাগত জানান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘুসকাণ্ডের পর ৫৫ বিলিয়ন ডলার খুইয়েছে আদানি গ্রুপ
সম্প্রতি আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুসের অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্রের আদালতে। এরপর থেকে আদানি গ্রুপের শেয়ারের মূল্য কমতে থাকে। এখন পর্যন্ত গ্রুপটি প্রায় ৫৫ বিলিয়ন ডলার হারিয়েছে।
ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটলো পিটিআই
ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তেহরিক-ই-ইনসাফ। এ জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে।
ধরপাকড় সত্ত্বেও পিটিআই’র অবস্থান কর্মসূচি চলবে
ইসলামাবাদে ব্যাপক দমনপীড়ন এবং ধরাপাকড়ের পরও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশব্যাপী তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির অন্যতম নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা
সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর এক হামলার পর পাল্টা জবাব দেওয়া হয়েছে।
এসএএইচ/জেআইএম