সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ নভেম্বর ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য প্রস্তুত ইউরোপের যে কয়টি দেশ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা আমলে নিয়ে তাকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ৭টি দেশ। তারা হলো নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে।
বৈশ্বিক নিরাপত্তা নিয়ে ন্যাটোপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক
বৈশ্বিক নিরাপত্তা নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২২ নভেম্বর) ফ্লোরিডার পাম বিচে তাদের মধ্যে এই বৈঠক হয় বলে এক বিবৃতিতে জানায় ন্যাটো। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ন্যাটোপ্রধানের সঙ্গে এটিই প্রথম সাক্ষাৎ ট্রাম্পের।
অর্থমন্ত্রী হিসেবে বিলিয়নিয়ার বেসেন্টকে বেছে নিলেন ট্রাম্প
স্কট বেসেন্ট যুক্তরাষ্ট্রের স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। তাছাড়া তিনি ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন তিনি।
শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটির হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এমন মন্তব্য করলেন। এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না।
আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যে প্রভাব পড়বে ভারতে
যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির অভিযোগে বেশ বিপাকে পড়েছেন ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। গত বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়েছে যে, তিনি ২৫ কোটি মার্কিন ডলারের ঘুসকাণ্ডে জড়িত এবং বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থও সংগ্রহ করেছেন।
বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ, আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত
লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকালে বৈরুতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত
সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হিজবুল্লাহ কমান্ডার ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন।
পশ্চিমবঙ্গে ৬ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল
বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসকদল তৃণমূল যে ‘একাধিপত্য’ দেখাতে চলেছে সেই ইঙ্গিতই মিলেছে। বিজেপির হাতে থাকা মাদারিহাট পদ্মশিবির ধরে রাখতে পারবে কি না তা নিয়ে বেশ কৌতুহল ছিল। ফল ঘোষণার পর দেখা গেল, তৃণমূল শুধু ছক্কাই হাঁকাল না, ইতিহাস গড়ে প্রথম বারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জোড়াফুল ফুটল।
পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন, ৬ আসনেই বিজেপির ভরাডুবি
ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। আরজি কর কাণ্ডের পরে মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হলেও সুবিধা করতে পারেনি বিজেপি। আবার অনেকে বলছেন, এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো যে, বাম ও কংগ্রেস পশ্চিমবঙ্গে এখন দুর্বল শক্তি।
দাহ করার ঠিক আগে নড়ে উঠলেন যুবক
দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে যুবকের মরদেহ। আগুন দেওয়ার সব প্রস্তুতি শেষ। তারপরই ঘটে বিপত্তি। মুখাগ্নি করার ঠিক আগ মুহূর্তে নড়ে ওঠেন যুবক। কোনো হরর মুভির দৃশ্য মনে হলেও, ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর রাজ্যে আসলেই এমন ঘটনা ঘটেছে। এমনকি, গাফিলতির অভিযোগে তিন চিকিৎসককে বহিষ্কার করেছে স্থানীয় প্রশাসন।
এসএএইচ/জেআইএম