সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ নভেম্বর ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম
বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে যে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ গ্রহণ করছে এর বিপরীতে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি ও সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার সুরক্ষা পাওয়া প্রাপ্য বলে দাবি করেছেন কোম্পানিটির কর্ণধার সাইফুল আলম। মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে আইনজীবীরা একটি চিঠি পাঠিয়েছেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে সতর্ক করে বলা হয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন।
যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার, রাশিয়ার হুঁশিয়ারি
রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর এই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।
হামলার ভয়ে কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের রাজধানী কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে।
এবার কিয়েভে দূতাবাস বন্ধ করলো ইতালি-স্পেন-গ্রিস
ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধের পর এবার ইতালি, গ্রিস এবং স্পেনও তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। সেখানে বড় ধরনের সম্ভাব্য হামলার তথ্যের ভিত্তিতে এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভে নিযুক্ত তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর বিভিন্ন দেশ একই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া বন্ধ হয়ে গেলে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন হেরে যাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যদি তারা (যুক্তরাষ্ট্র) সহায়তা বন্ধ করে, তবে আমরা হেরে যাবো। আমরা লড়াই চালিয়ে যাবো। আমাদের নিজস্ব উৎপাদন সক্ষমতা রয়েছে। কিন্তু সেটি জয়লাভের জন্য যথেষ্ট নয়। এমনকি টিকে থাকার জন্যও তা যথেষ্ট নয়।
ইউক্রেনকে অ্যান্টি-পারসোনেল মাইন ব্যবহারের অনুমতি দিলেন বাইডেন
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এবার অ্যান্টি-পারসোনেল ল্যান্ড মাইন ব্যবহারের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই পদক্ষেপ ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের অগ্রসর হওয়ার গতি কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া অন্যান্য অস্ত্রের সঙ্গে ব্যবহৃত হলে।
মুক্তি পেলেন ইরানে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানানো সেই তরুণী
কোনো শাস্তি ছাড়াই মুক্তি পেয়েছেন ইরানে অর্ধনগ্ন হয়ে হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সেই তরুণী। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে না বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। হাসপাতালে নেওয়ার পর মানসিক অসুস্থতার প্রমাণ পাওয়ায় তাকে শাস্তি ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি রাখলো আসাম সরকার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, প্রায় ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক করিমগঞ্জ জেলা অঞ্চলকে শ্রীভূমি অর্থাৎ, মা লক্ষ্মীর ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা সেই দীর্ঘদিনের দাবি পূরণ করলো।
কলকাতা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত-অপরাধী: পশ্চিমবঙ্গের রাজ্যপাল
কলকাতা পুলিশের একাংশ অপরাধী, রাজনীতি দ্বারা প্রভাবিত ও দুর্নীতিগ্ৰস্ত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি, রাজ্য সরকার মানুষের বিশ্বাস হারিয়েছে বলেও দাবি করেছেন তিনি। রাজ্যপাল হিসেবে তৃতীয় বছর পার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার রাজভবনে বসে এমন মন্তব্য করেন তিনি।
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
সম্প্রতি ৩১টি দেশের মানুষের যৌনজীবন এবং রোমান্টিক সম্পর্ক নিয়ে সমীক্ষাটি চালায় ইপসোস। চলতি সপ্তাহেই সমীক্ষার ফলাফল প্রকাশ করে সংস্থাটি। তাতে দেখা গেছে, জাপানি উত্তরদাতাদের মধ্যে মাত্র ৩৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা প্রেম-ভালোবাসা কিংবা যৌনতা থেকে সন্তুষ্টি অর্জন করেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মাত্র ৪৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা যৌন সম্পর্কে তৃপ্ত হন।
এসএএইচ/জিকেএস