অবশেষে কুকুর ছানাটির যে নাম রাখলেন দুবাইয়ের প্রিন্স
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুকুর ছানার ছবি পোস্ট করে নিজের অনুসারীদের কাছে কি নাম রাখা যায় তা জানতে চেয়েছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স তথা উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
ইনস্টাগ্রামে তিনি কুকুর ছানাটির ছবি প্রকাশ করেছিলেন। এবার অনুসারীদের থেকে পাওয়া একটি নাম ঠিক করেছেন তিনি।
সাদা এবং ধূসর কুকুর ছানাটির আরেকটি ছবি শেয়ার করে শেখ হামদান জানিয়েছেন, এটিকে এখন থেকে লুনা নামে ডাকা হবে।
জানা গেছে, এটি একটি ল্যাটিন শব্দ। যার অর্থ হলো চাঁদ।
গত শনিবার তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্টে করে একটি ফিমেল নাম রাখার অনুরোধ জানান।
শেখ হামদান একজন দয়ালু নেতা হিসেবে পরিচিত, যিনি পশুদের প্রতিও সহানুভূতিশীল। তিনি প্রায়ই বিভিন্ন প্রাণীর সঙ্গে ছবি শেয়ার করেন।
২০২২ সালে শেখ হামদান একটি পথ কুকুরকে উদ্ধার করেছিলেন। যেটিকে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম