ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহ মুখপাত্র নিহত, কী বলছে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:১১ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় মোহাম্মদ আফিফ নামে হিজবুল্লাহর মুখপাত্র নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান। হিজবুল্লার মিডিয়া রিলেশন অফিসার ও স্থানীয় গণমাধ্যমের খুব পরিচিত মুখ ছিলেন তিনি। তাকে হত্যার ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই।

মোহাম্মদ আফিফকে লেবাননের জাতীয় কণ্ঠস্বর এবং সচেতনা বৃদ্ধি ও জনমত বৃদ্ধি করার মিশনে একটি প্রতীক হিসাবে উল্লেখ করেছেন ইসমাইল বাঘাই।

ইসরায়েলি হত্যাকাণ্ডকে আক্রমনাত্মক এবং সন্ত্রাসী কাজ বলেও অভিহিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, যারা ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের অপরাধ প্রকাশ করছে তাদের চুপ করার এটি আরেকটি প্রচেষ্টা।

তিনি গাজা ও লেবাননে ইসরায়েলের সাংবাদিক ও মিডিয়া সদস্যদের হত্যার বিষয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার আদালতের কাছ থেকে গুরুতর পদক্ষেপেরও দাবি জানিয়েছেন। গাজার স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি উপত্যকায় অন্তত ১৮৮ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে।

কেন্দ্রীয় বৈরুতের একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালালে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হন।

লেবাননের রাজধানীতে ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা জেলায় চালানো ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন। কর্মকর্তারা রোববার জানিয়েছেন যে, ওই ভবনে কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের চলমান হামলায় বাস্তুচ্যুত অনেক লেবানিজ আশেপাশে আশ্রয় নিয়েছে।

টিটিএন