ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তানের রাজধানী
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বেশ কিছু এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ নভেম্বর) সকালের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
মহমান্দ, শাবকদর, অ্যাটক, মালাকান্দ, সোয়াত, শাংলা, বুনের ও অ্যাবোটাবাদসহ অন্যান্য এলাকায়ও কম্পন অনুভূত হয়।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি সকাল সোয়া দশটার দিকে আঘাত হানে, যার গভীরতা ছিল ২২০ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত।
সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে। টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থানের কারণে হিন্দুকুশ এলাকা ভূমিকম্পের জন্য একটি হটস্পট।
দুই মাস আগেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব ও কেপির কিছু অংশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
চলতি বছর পাকিস্তানে অন্তত সাতটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে তিনটিই ছিল উপকূলীয় শহর করাচিতে।
সূত্র: জিও নিউজ
এমএসএম