ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১১ নভেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজা-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৯৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। এদিকে, লেবাননে ৭ শিশুসহ নিহত হয়েছেন ৩৮ জন। আর সিরিয়ায় প্রাণ হারিয়েছেন আরও ৭ জন।

গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে, ট্রাম্পকে ইরান
ইরান বলছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে। এক বছরের বেশি সময় ধরে অবরুদ্ধ এই উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে প্রতিদিনই হামলা চালাচ্ছে দখলদার সেনারা।

সৌদি যুবরাজের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের ফোনালাপ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেসময় ইরানি জনগণকে ‘ভাই’ বলে সম্বোধন করে তাদের সাফল্য কামনা করেছেন সৌদি যুবরাজ। আলাপকালে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের শেষ করার প্রতি গুরুত্ব আরোপ করেন ইরানের প্রেসিডেন্ট।

ট্রাম্প-পুতিনের ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ নিয়ে যা আলোচনা হলো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোর জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জার্মান চ্যান্সেলর-ট্রাম্পের ফোনালাপ/ ইউরোপে শান্তি ফেরাতে কাজ করার অঙ্গীকার
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপে শান্তিতে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তারা। জার্মান সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

হঠাৎ ইরান সফরে সৌদির সশস্ত্র বাহিনী প্রধান
হঠাৎ ইরান সফরে গেছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ফায়াদ আল-রুয়াইলি। সফরকালে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এটি দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের পরের একটি বিরল উচ্চ পর্যায়ের বৈঠক।

মণিপুরে বন্দুকযুদ্ধে ১১ জন নিহত, ফের কারফিউ জারি
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১১ জন সন্দেহভাজন কুকি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ত্রাসীরা জিরিবাম জেলার একটি পুলিশ স্টেশনে দুইদিক থেকে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত
ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাঁচজন ইরানি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষের আগ্রহ প্রকাশ করলেন জেলেনস্কি
অবশেষে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের দুয়ার সব সময় আদর্শিক কূটনীতির জন্য উন্মুক্ত। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মিত্রদের শক্তি প্রয়োগের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মন্তব্য/ শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ
আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬ কেন্দ্রে উপনির্বাচন হবে। এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশের ঘটনা টেনে সাম্প্রদায়িক উস্কানিমূল মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

কেএএ/এমএস